দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী দেশে প্রতি ভরি ভালোমানের স্বর্ণের দাম ৯৩ হাজার ৪২৯ টাকা। নতুন এ দর রবিবার (১৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
এর আগে গত ৭ জানুয়ারি স্বর্ণের দাম ৯০ হাজার ৭৪৬ টাকা বাড়ায় বাজুস, যা ৮ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এখন প্রতি ভরি স্বর্ণ কিনতে গুণতে হবে বাড়তি ২৬৮৩ টাকা।
আজ শনিবার (১৪ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh