আরও কমেছে ব্রয়লার মুরগির দাম

রাজধানীর বাজারে আরও কমেছে ব্রয়লার মুরগির দাম। রবিবারে তুলনায় কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা কেজি। তবে সরবরাহ সংকটে দাম বেড়েছে সোনালি মুরগির দাম। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৭০ টাকা কেজি।

অপরদিকে, ব্রয়লার মুরগির ডিমের দাম প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, চাহিদা কমায় দাম কমেছে বেগুনের। মানভেদে বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি। তিন-চারদিন আগেও বেগুনের দাম ছিল একশ টাকা।

নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ থেকে ৭৬ টাকা,  মিনিকেট চালের দাম কেজিতে ৭০ থেকে ৭২ টাকা। বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১২ টাকা কেজিতে। প্যাকেটজাত চিনির দাম পড়ছে ১১৫ টাকা কেজি। বোতলজাত ১ লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৮৫ টাকা। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮২ টাকা কেজিতে।

গরুর মাংস কেজিতে বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। আর এক কেজি খাসির মাংস কিনতে হলে গুনতে হবে এক হাজার থেকে ১১০০ টাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //