মধ্যরাতে কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের অভিযান

নিত্যপণ্যের দাম নিয়ে মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল রবিবার (১০ মার্চ) মধ্যরাতে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে এমনই সব অনিয়ম পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সপ্তাহের ব্যবধানে প্রায় ২০ টাকা বৃদ্ধি পেয়ে গোল বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ আর লম্বা বেগুন ৪০ থেকে ৪৫ টাকায়। লেবু প্রতি হালি ৬০ থেকে ৮০ টাকা আর শশা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৮ টাকায়। অভিযানের সময় কোনো দোকানেই মূল্য তালিকা ও রশিদ পাওয়া যায়নি। তবে কয়েকজন সবজি ব্যবসায়ীর বেচাকেনার সময় দামের তারতম্য পেলেও তাদেরকে জরিমানা না করে সর্তক করে দেয়া হয়েছে।

রমজান উপলক্ষে, এখন থেকে দিনের পাশাপাশি রাতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //