বেনাপোল দিয়ে ভারতে গেল ৫ লাখ ৩৩ হাজার কেজি ইলিশ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষণার ২ হাজার ৪২০ টনের বিপরীতে বেনাপোল বন্দর দিয়ে ১১ চালানে ভারতে রপ্তানি হয়েছে সর্বমোট ৫ লাখ ৩৩ হাজার কেজি বা ৫৩৩ টন ইলিশ।

গতকাল শনিবার (১২ অক্টোবর) রাত ১০ টা পর্যন্ত ১১ ট্রাকে ৩৬ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

বন্দর সূত্রে জানায়, বেনাপোল দিয়ে গত বৃহস্প্রতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে গতকাল শনিবার (১২ অক্টোবর) রাত ১০ টা পর্যন্ত ১১ চালানে ৫ লাখ ৩৩ হাজার কেজি অর্থাৎ ৫৩৩ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। ২০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে পেট্রাপোল বন্দরে ভারতে এই ইলিশের চালান পাঠানো হয়েছে। যার প্রতিকেজি ইলিশ রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ১৮০। যেখানে মোট ডলার আসে ৫৩ লাখ ২০ হাজার। যা বাংলাদেশি প্রায় ৬৩ কোটি টাকা।

শনিবার (১২ অক্টোবর) বেনাপোল মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে ১২০০- ১৩০০ টাকায়। কেজির ওপরে বিক্রি হয়েছে ১৮০০-২০০০ টাকায়। অথচ একই আকারের ইলিশ ৬০০-৮০০ টাকা কমে ভারতে রপ্তানি হয়েছে। কম দামে ইলিশ রপ্তানির বিষয়ে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, গতকাল ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল। সেই অনুযায়ী শেষদিনে শনিবার (১২ অক্টোবর) রাত ১০ টা পর্যন্ত ১১টি ট্রাকে ৩৬ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে মোট ১১ চালানে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে ৫ লাখ ৩৩ হাজার কেজি অর্থাৎ ৫৩৩ টন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh