সিনেমা হলে রাজকে জড়িয়ে ধরে কাঁদলেন পরীমনি

ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবি 'পরাণ'। এতে অভিনয় করেছেন পরীমণির স্বামী শরিফুল রাজ। ইতোমধ্যে তার অভিনয় দর্শক মহলে হয়েছে প্রশংসিত।

আজ শনিবার (২৩ জুলাই) রাজধানী মিরপুরের স্টার সিনেপ্লেক্স সনি সিনেমা হলে সিনেমাটি দেখতে আসেন পরীমণি। ছবিটি দেখার পর স্বামী শরিফুল রাজের অভিনয়ে মুগ্ধতার কথা জানান তিনিও।

সিনেমা দেখা শেষে আবেগপ্রবণ হয়ে যান পরীমণি। স্বামী রাজকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। কান্না থামিয়ে পরে বললেন, ‘সবাই রাজের কথা বলছে, চারিদিকে আলোচনা। সেই খুশিতে কান্না চলে এসেছে।’

আজ শনিবারের (২৩ জুলাই) এই বিশেষ প্রদর্শনীতে কেবল পরীমণি নন, সিনেমা অঙ্গনের আরো অনেক তারকা এসেছেন। এর মধ্যে আছেন নিয়েছেন ৯০ দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজ, এ প্রজন্মের চিত্রনায়ক আরিফিন শুভ, অভিনেতা মিশা সওদাগর, সিয়াম আহমেদ, ইয়াশ রোহান, নিরব হোসেন, বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, প্রার্থনা ফারদিন দীঘি, পূজা চেরিসহ অনেকে।

উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত ও আলোচিত ‘পরাণ’। প্রথমে এর হলসংখ্যা ছিল মাত্র ১১টি। তবে দর্শকপ্রিয়তার সুবাদে এই সপ্তাহে সিনেমাটি চলছে ৫৫টি প্রেক্ষাগৃহে।

এই সিনেমায় রাজ-মিম-ইয়াশ ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার অপু, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //