এক যুগের বেশি সময় ধরে হিন্দি-বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে কাজ করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। বর্তমানে ওটিটি প্লাটফর্মেও কাজ করছেন তিনি।
কখনো কাজের জন্য আবার কখনো ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার শিরোনামেও হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাতকারে বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছেন তিনি। রাইমা বলেন, আমি তো বিয়ে করতে চাই। পাত্র খুঁজছি, পেলেই বিয়ে করব।
রাইমা সেন বিখ্যাত অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে ও মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি। সেই সঙ্গে রাজ পরিবারের মেয়ে। তাই পাত্র হতে হবে অভিনেত্রীর সঙ্গে মানানসই।
রাইমা বলেন, আমার এমন এক জন জীবনসঙ্গী চাই, যে আমার জীবনধারার সঙ্গে একেবারেই মিশে যেতে পারবে। অবশ্যই রসিক মনের হতে হবে। সেই সঙ্গে ব্যাঙ্কে টাকা থাকতে হবে। আর সেটা না থাকলে আমার তো চলবে না।
যদিও আমি যে আংটিটা পরে থাকি, সেটা দেখে অনেকেই মনে করেন, আমি হয়তো এনগেজড। কিন্তু সবাইকে বলতে চাই আমি এখনও সিঙ্গেল।
বর্তমানে রাইমা সেনের নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী’ মুক্তির অপেক্ষায় রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাইমা সেন বলিউড টলিউড মুনমুন সেন সুচিত্রা সেন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh