রোজা না রেখে ইফতার পার্টিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়েছিলেন ওপার বাংলার অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। ববি হাকিম কন্যা প্রিয়দর্শিনী হাকিমের ইফতার পার্টিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই ইফতারের ছবি প্রকাশ্যে আসতেই রোজা রেখেছেন কিনা নুসরাত তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।
এরই মাঝে একটি ফটোশ্যুটের ছবি পোস্ট করেন নায়িকা। নুসরাতের পোস্ট ঘিরে শুরু হয় ট্রোলিং। কেউ নায়িকার বডি শেমিং করেন কেউ আবার তাকে ধর্মের পাঠ দিতেও পিছপা হননি।
নুসরতের পরনে ছিল ডিজাইনার ডেনিম ও কুরুশে বোনা কালো ব্রালেট, সঙ্গে ডেনিমের ডিজাইনার জ্যাকেট। এই ছবি পোস্ট করার পরেই ত্রাহি ত্রাহি রব কমেন্ট সেকশনে। অনেকেই তাকে মনে করিয়ে দেন রমজান মাস চলছে।
কেউ কেউ পরামর্শ দেন এই সময়ে খোলামেলা পোশাক না পরতে। তবে ট্রোলারদের কখনই পাত্তা দেন না অভিনেত্রী। ক্যাপশনেই তিনি লিখে দিয়েছেন যে, তার অ্যাটিটিউড একইরকম থাকবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh