টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী হাতে চোট পেয়ে আহত হয়েছেন। শুধু তাই নয়, হাতের আঙুলেও চোট পেয়েছেন তিনি। সেলাই পড়েছে সেখানে। চোট পাওয়া হাতটিকে ঠিকভাবে রাখার জন্য আপাতত আর্ম স্লিং পরে থাকতে হচ্ছে মিমিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই ভক্তদের সে কথা জানিয়েছেন।
আর্ম স্লিং পরে হাসি মুখে সেলফিও দিয়েছেন মিমি। সঙ্গে লিখেছেন, কিছুদিন ঠিক যেভাবে পরিকল্পনা করা হয়, সে ভাবে যায় না।
মিমির দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই। শুভশ্রী গঙ্গোপাধ্যায় লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। একই কথা লেখেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।
প্রসঙ্গত, গত সপ্তাহেই উইন্ডোজ প্রোডাকশনের 'রক্তবীজ'-এর শ্যুট শেষ করেছেন মিমি। থ্রিলার ছবির গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসবে দুর্গাপূজায়। তাই বরাবরের নিয়ম ভেঙে চলতি বছরের পূজাতেই মুক্তি পাবে আবীর চট্টোপাধ্যায় এবং মিমি অভিনীত ছবিটি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মিমি চক্রবর্তী টালিউড আহত আর্মস্লিং
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh