ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। অভিনয়ের চেয়ে বেশি ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডে আলোচনা-সমালোচনায় আসছেন তিনি। এরইমধ্যে মহালয়ায় দুর্গা সেজে ফের সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন অভিনেত্রী।
দেবীপক্ষের শুভ মুহূর্তেই দুর্গা সেজে শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার হলেন তিনি। লাল পাড় সাদা শাড়ি। এয়ো স্ত্রী হিসেবে দু’হাতে শাঁখা-পলা। সিঁথিতে একমাথা সিঁদুর। বাম হাতে শোভিত আয়েস্ত। কপালে সিঁদুরে টিপ। দু’হাতে আগলে পদ্মফুল। এভাবে তিনি মহালয়ার ভোরে স্নিগ্ধ সাজে ধরা দিয়েছিলেন। মা দুর্গার সাজে ভিডিও পোস্ট করে দেবীপক্ষের শুভেচ্ছা জানান এ গ্ল্যামারকন্যা।
তবে ত্রিশূলধারী নুসরাতের মহিষাসুর বধের নৃত্যকলা দেখে পছন্দ হয়নি নেটপাড়ার। অতঃপর কটাক্ষ করতেও ছাড়লেন না টলিউড নায়িকাকে। ইনস্টাগ্রাম থেকে এক্স হ্যান্ডেল, সর্বত্রই নুসরাতের মহিষাসুরমর্দিনীরূপ দেখে সমালোচনা। কেউ নায়িকাকে ‘সেক্যুলার সাজার ভান!’ বলে কটাক্ষ করলেন, তো কেউ বা আবার দুর্গার স্বল্পবসন মেনে নিতে পারলেন না। অশ্লীল ভাষায় কটাক্ষও করলেন।
প্রসঙ্গত, এই অবশ্য প্রথমবার নয়! গতবারও দুর্গা সেজে কটাক্ষের মুখে পড়েছিলেন নুসরাত জাহান। নিখিল জৈনের সঙ্গে বিয়ের পরও সিঁদুর, শাঁখা-পলা পরে ফতোয়ার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এবারও তার ব্যতিক্রম হল না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নুসরাত জাহান দুর্গাপূজা মহালয়া টালিউড
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh