মিমিকে ধর্ষণের হুমকিদাতাদের খুঁজছে পুলিশ

‘রেপটা মিমির সঙ্গে হলে ভালো হতো…’, ‘মিমিকে আমার ঘরে পাঠিয়ে দে…’— সোশ্যাল মিডিয়ায় এভাবে মিমিকে হুমকি দিয়েছেন নেটিজেনদের কেউ কেউ। এ ঘটনার প্রতিবাদে তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী রাস্তায় নেমে আসেন।

মিমিকে ধর্ষণের হুমকি দেওয়ার পেছনে রয়েছে একটি ঘোষণা। কলকাতার আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুক্তভোগী নারীর পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছিলেন। আর সেই টাকার অঙ্ক টেনে মিমি পোস্ট দেন। এ পোস্টের কমেন্ট বক্সে মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।

এ ঘটনার পর মিমি চক্রবর্তী কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। পুলিশ তাতে সাড়া দিয়েছে। এ বিষয়ে মিমি তার মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দেন। তাতে এ অভিনেত্রী লেখেন, সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্যে করেছে। এ বিষয়ে এফআইআর (মামলা) দায়ের করা হয়েছে। ওই সকল অ্যাকাউন্টগুলো চিরতরের জন্য ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে দুজন প্রধান অভিযুক্তদের খুঁজে বের করার। কারণ তারা সব কমেন্ট মুছে আপাতত ইনকগনিটো মুডে চলে গেছে।

এর আগে ধর্ষণের হুমকির স্ক্রিনশট শেয়ার করে ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত অভিনেত্রী লিখেছিলেন, আমরা কী এই কারণে লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন ডালভাত হয়ে গেছে। এরাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা?

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh