ভুয়া প্রযোজকের খপ্পরে হোটেলে নায়িকা

ওপার বাংলার নায়িকা মৌমিতা পণ্ডিত। ‘রক্তপলাশ সিরিজ থেকে শুরু করে ‘সূর্য, ‘কণ্ঠর মতো একাধিক ছবির সুবাদে তিনি বেশ পরিচিত মুখ। একসময়ে বলিউডেও কাজ করেছেন কাস্টিং ডিরেক্টর হিসেবে। সেই এবার ভুয়া প্রযোজকের খপ্পরে পড়লেন।  

টালিউডের ডাকসাইটে প্রযোজক শ্রীকান্ত মোহতার ভুয়া ফেসবুক প্রোফাইল তৈরি করে অভিনেত্রীদের হোটেলে অডিশনের নামে ডাকার ঘটনা ঘটল। সেই চাঞ্চল্যকর তথ্য সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন মৌমিতা পণ্ডিত। অভিনেত্রীর সঙ্গে শ্রীকান্ত মোহতার ভুয়া প্রোফাইল থেকে যোগাযোগ করা হয়।

প্রাথমিকভাবে সেটিকে আসল অ্যাকাউন্ট বলেই ভেবেছিলেন তিনি। কারণ বন্ধুতালিকায় মৌমিতার অনেক পরিচিতই ছিলেন। তাই সন্দেহের উদ্রেক হয়নি। এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন, ওই প্রোফাইল থেকে সরাসরি তাকে কাজের প্রস্তাব দেওয়া হয়। তার কথায়, ইন্ডাস্ট্রিতে সকলের ফোন নম্বর থাকে না, তাই সোশ্যাল মিডিয়াতেই অনেকে যোগাযোগ করে। তাই সন্দেহ হয়নি। তবে পরে ভুল ভাঙে!

কীভাবে? ওই প্রোফাইলে কথা বলেই ৫ অক্টোবর সিড নামে এক কাস্টিং ডিরেক্টরের সঙ্গে দেখা করেন তিনি। অডিশনের জন্য মৌমিতাকে কাছের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। অভিনেত্রী ততক্ষণে টের পান যে কিছু একটা গোলমাল হচ্ছে। এরপরই ঘটে গণ্ডগোল! মৌমিতা জানান, তাকে বলা হয়, আর্টিস্ট ফোরামের কার্ড না থাকলে অভিনয় করা যাবে না। টাকার বিনিময়ে সেটা করিয়ে দিতে পারবেন বলে জানানো হয় তাকে। এরপর বুধবার সকালেই শ্রীকান্ত মোহতার ভুয়ো প্রোফাইল থেকে অভিনেত্রীর কাছে সাড়ে ৭ হাজার টাকা চাওয়া হয় কিউআর কোড পাঠিয়ে। মৌমিতা টাকা দিতে অস্বীকার করায় ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয় তাকে। এরপরই পুরো ঘটনাটা জানিয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখাতেও বিষয়টি জানিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh