বিয়ের চার মাসে মা হলেন নায়িকা

বিয়ের চার মাসের মাথায় মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পোস্ট করে রূপসা সেটির ইঙ্গিত দিলেন তিনি।  সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া ছবিতে এক সদ্যোজাতের আঙুল দেখা যাচ্ছে। ছবির সঙ্গে লেখা দেখে বোঝা যায়, সংসারে নতুন সদস্যের আগমন হয়েছে গত ২৬ জানুয়ারি। তাই রূপসা ও সায়নদীপ সদ্যোজাতের হয়ে লিখেছেন, ‘সাধারণতন্ত্র দিবসের বিলম্বিত শুভেচ্ছা। নিজেকেও জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা জানাই। ইতি, জুনিয়র।

গত বছর পুজোর মরসুমে প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রূপসা। তার ঠিক এক মাস পরেই সুখবর দিয়েছিলেন, সংসারে আসছে নতুন সদস্য।

তবে শুক্রবারের প্রথম পোস্টে রূপসা বা সায়নদীপ প্রকাশ করেননি, তাদের কোলে পুত্র নাকি কন্যা এসেছে। মূল পোস্টটি করেছিলেন সায়নদীপ। তিনি যৌথ ভাবে রূপসার সঙ্গে ছবিটি পোস্ট করেন। সেই ছবি দেখে রূপসার অনুরাগীদের অনুমান, সংসারে পুত্রসন্তানই এসেছে। তার কারণ, সাধারণত পুত্র হলেই বাবারা ‘জুনিয়র’ বলে সম্বোধন করে থাকেন। ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয় ‘অ্যানিম্যাল’-এর গান ‘পাপা মেরি জান’। এই গানও পুত্রসন্তানের সঙ্গেই মানানসই বলেই অনুরাগীদের অনুমান।

এই জল্পনার মাঝেই নতুন মা রূপসা একটি পোস্ট করে ঘোষণা করেন, কোলে পুত্রসন্তানই এসেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, সদ্যোজাতের আঙুলে স্নেহচুম্বন করছেন অভিনেত্রী। পোস্টে নতুন মা-বাবাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh