যত্নে রাখুন মোবাইল

যেকোনো জিনিস ভালো থাকে যত্নে। সারাদিন ফোনের ওপর চাপ থাকেই। ফেসবুক, ইনস্ট্রাগ্রাম, ইউটিউবের মতো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনের ব্যবহার হয়। তবে ফোনের অধিক ব্যবহার হলেও, কিছু কৌশল অবলম্বন করলে ফোন ভালো রাখা যায়। 

ফোন কেনার সময় ভালো মডেল বা ক্যামেরার বিষয়টিই শুধু গুরুত্বপূর্ণ নয়। ফোন কেনার সময় র‌্যাম ও রমের বিষয়টিও খেয়াল রাখা উচিত।

ভারতের আনন্দবাজার পত্রিকায় ফোন ভালো রাখার কিছু কৌশল সম্পর্কে বলা হয়েছে।

জেনে নিন যেভাবে যত্ন নিলে মোবাইল ফোন দীর্ঘদিন ভালো থাকবে তা সম্পর্কে: 

১. ফোন কেনার পর আপনার প্রথম কাজই হবে ফোনে ভালেঅ মানের গ্লাস স্ক্রিন গার্ড ও ফোন কেস লাগানো। এতে স্ক্রিনের ক্ষতি হবে না। ধাক্কাধাক্কিতে হাত থেকে পড়ে গেলেও ভেঙে যাবে না।

২. শতভাগ চার্জ হওয়ার আগে ফোন ব্যবহার করবেন না। এতে ব্যাটারির কর্মক্ষমতা কমে।

৩. তাড়াতাড়ি কিনে ফেলুন একটি রাবারের ফোন হোল্ডার। এতে ফোন সহজে আপনার গ্রিপ থেকে আলগা হয়ে যাবে না।

৪. ফোনে ডাউনলোড করুন অ্যান্টি থেফট সফটওয়্যার। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও অনায়াসে পেয়ে যাবেন তার হদিস।

৫. সঙ্গে রাখুন নরম কাপড়। চেষ্টা করুন সবসময় ফোন শুকনো ও পরিষ্কার রাখতে। এতে ফোনের ডিভাইসের আয়ু বাড়ে।

৬. ফোন ভিজলে তাড়াতাড়ি ব্যাটারি খুলে নিয়ে শুকিয়ে নিন।

৭. অতিরিক্ত ছবি তুললে বাড়ি ফেরামাত্র ছবি কম্পিউটার অথবা অন্য কোথাও ছবি স্থানান্তরিত করুন। ফোনের মেমোরিতে অযথা চাপ সৃষ্টি করবেন না। এতে ফোন কাজ করবে আরও দ্রুত।

৮. সেলফিস্টিক ব্যবহারের সময় তার গ্রিপ নিয়ে সতর্ক থাকুন। কোনোভাবেই যেন ফোন থেকে তা আলগা না হয়ে যায়।

৯. নতুন ফোনের ইন্স্যুরেন্স করে রাখুন। দামি ফোন হলে তো কথাই নেই! ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সোজা চলে যান ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। নতুন ফোন কেনার টাকার বেশিরভাগই মিলবে এই ইন্স্যুরেন্স থেকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //