সহিংস ভিডিও মুছে ফেলার উদ্বেগ ইউটিউবের

ইউটিউব হলো সবচেয়ে জনপ্রিয় ও বড় ভিডিও শেয়ারিং সাইট। অনেক ভালো কন্টেন্ট ও ভিডিওর পাশাপাশি ইউটিউবে বাড়ছে সহিংসতা, ঘৃণা ছড়ানো বিষয়ক ভিডিওর সংখ্যা। একইসঙ্গে শিশুদের জন্য উপযোগী নয় এমন বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। এসব বিষয় নিয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে ইউটিউব।

১ ডিসেম্বর সিবিএস নিউজের ৬০ মিনিট শীর্ষক অনুষ্ঠানে ইউটিউবের বিভিন্ন বিষয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির সবচেয়ে প্রভাবশালী নারী সুজান ওজস্কি।

তিনি বলেন, ইউটিউব সব পর্যায়ের গ্রাহকদের জন্য। এখানে আমাদের অভিভাবক, ভাইবোন, বন্ধু, প্রতিবেশী, সহকর্মী এবং শিশুরাও ভিডিও দেখেন। তাই এ মাধ্যমটিকে সবার উপযোগী করতে সব ধরনের উদ্যোগ নিয়েই আমরা কাজ করছি।’

যেকোনো ধরনের সহিংসতা ও ঘৃণা ছড়ায় এমন ভিডিও দ্রুত মুছে ফেলার উদ্যোগের কথা জানিয়েছে ইউটিউব। পাশাপাশি শিশুদের উপযোগী কনটেন্ট তৈরি বা শুধু শিশুদের জন্য তৈরি কনটেন্টগুলোকে আলাদা করতে বিশেষ উদ্যোগও নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

এর ফলে যেকোনো কনটেন্ট আপলোডকারীদের ভিডিও আপলোডের সময়েই উল্লেখ করতে হচ্ছে ভিডিওটি শিশুদের জন্য উপযোগী কিনা। ইউটিউবের এমন উদ্যোগগুলোকে আরো এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ইউটিউবের প্রধান নির্বাহী সুজান ওজস্কি।

বর্তমানে ইউটিউবে প্রতি মিনিটে ৫০০ ঘণ্টা ভিডিও ডাউনলোড হচ্ছে। ইউটিউবের আয় ১১ হাজার ৭০০ কোটি ডলার, যা বর্তমানে তথ্যপ্রযুক্তি দুনিয়ার অন্যতম বড় আয়ের প্রতিষ্ঠান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //