ফেব্রুয়ারিতে আসছে সাশ্রয়ী মূল্যের আইফোন

চার বছর পর ফের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ সাশ্রয়ী মূল্যের আইফোন বাজারে আসতে চলেছে। কম দামের আইফোনের স্ক্রিন সাইজ ৪.৭ ইঞ্চি হতে পারে বলে জানিয়েছে মার্কিন সংস্থা ব্লুমবার্গ।

ব্লুমবার্গ আরো জানিয়েছে, নতুন যে সস্তার আইফোনটিতে আইফোন ৮-এ যেমন রেটিনা এইচডি ডিসপ্লে ব্যবহার হয় তেমনটা নাও হতে পারে। এর পরিবর্তে ব্যবহার হতে পারে একটু কম দামের এলসিডি স্ক্রিন। অন্যান্য ফিচারেও সামান্য হেরফের হতে পারে।

তবে ‘আইফোন ৮’-এ যে প্রসেসর ব্যবহার হয়েছে সেই স্পিডের প্রসেসরই ব্যবহার হতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ। তবে নতুন আইফোনের দাম সম্পর্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। অ্যাপলও দাম বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে ২০১৬ সালে প্রথম কম দামের ‘আইফোন এসই’ বাজারে আনে অ্যাপল। তবে এবার যে আইফোনটি বাজারে আসতে চলেছে, সেটি স্পেসিফিকেশনের দিক থেকে ‘আইফোন ৮’-এর সমতুল্য হবে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //