বিনামূল্যে স্মার্টফোন জীবাণুমুক্ত করবে স্যামসাং

করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিশ্চিত হয়েছে। আর তাই আতঙ্ক ঘরে ঘরে। 

এ ভাইরাস থেকে বাঁচতে বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা। কিন্তু হাত ধোয়া কোনো কাজেই আসবে না যদি আপনি সবসময় জীবাণুযুক্ত ফোন স্পর্শ করে থাকেন।

আর ঠিক এ কারণেই স্যামসাং তাদের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে নিয়ে এসেছে ‘গ্যালাক্সি স্যানিটাইজিং সার্ভিস’। ইউভি লাইট প্রযুক্তি ব্যবহার করে বিনামূল্যে স্মার্টফোন জীবাণুমুক্ত করে দেবে স্যামসাং।

‘গ্যালাক্সি স্যানিটাইজিং সার্ভিস’ নির্দিষ্ট কিছু দেশে স্যামসাং এক্সপেরিয়েন্স স্টোর এবং স্যামসাং সার্ভিস সেন্টারগুলোতে চালু করা হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে ফোন জীবাণুমুক্ত করার তুলনায় এটি অনেক উন্নত পদ্ধতি।

গ্যালাক্সি স্যানিটাইজিং সার্ভিসটি বর্তমানে আর্জেন্টিনা, চিলি, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, পাকিস্তান, পেরু, পোল্যান্ড, রাশিয়া, স্পেন, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ভিয়েতনামে চালু করা হয়েছে।

স্যামসাং ফোন বিনামূল্যে জীবাণুমুক্ত করার এই সেবা খুব শিগগির অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা, চেকিয়া, ফ্রান্স, গ্রিস, হংকং, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইসরায়েল, ইতালি, জর্দান, কাজাখস্তান, লাতভিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, পানামা, ফিলিপাইন, রোমানিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যেও চালু করা হবে বলে জানা গেছে।

স্যামসাংয়ের এই উদ্যোগ বেশ প্রশংসিত হচ্ছে। বর্তমান মহামারির আতঙ্ক ছাড়াও মোবাইল ফোনে বাড়ির টয়লেট সিটে থাকা জীবাণুর চেয়েও ১০ গুণ বেশি জীবাণু থাকতে পারে গবেষকরা জানিয়েছেন। 

ফলে ফোন ধরার পর হাত দিয়ে নাক-মুখ স্পর্শ করায় এসব জীবাণু থেকে হতে পারে বিভিন্ন রোগ। তাই আপনার স্মার্টফোনটি জীবাণুমুক্ত করুন এবং নিরাপদ থাকুন।


তথ্যসূত্র: এক্সডিএ-ডেভেলপারস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //