দুই মাস বিনামূল্যে গেম খেলার সুযোগ

অনলাইন গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্টেডিয়া প্রো’ দুই মাস বিনামূল্যে ব্যবহার করার সুযোগ দিচ্ছে গুগল। 

এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ১৪টি দেশের গেমাররা বিনামূল্যে স্টেডিয়া প্রো-তে প্রবেশাধিকার পাবেন। শুক্রবারের মধ্যেই দেশগুলোতে এই সুবিধা পৌঁছে যাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ১৪টি দেশের নাম জানায়নি প্রতিষ্ঠানটি।

ক্লাউডভিত্তিক গেমিং সেবা ‘স্টেডিয়া’র পেইড সংস্করণ হচ্ছে ‘স্টেডিয়া প্রো’। প্রচলিত ব্যবস্থায় স্টেডিয়া প্রো ব্যবহার করতে মাসে ৯ ডলার ৯৯ সেন্ট গুণতে হয় গেমারদের। কিন্তু এখন তা বিনামূল্যে পাবে।  

গুগলের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক ফিল হ্যারিসন বলেন, সর্বনিম্ন ৭২০পি রেজুলেশনের জন্য স্টেডিয়ার ইন্টারনেট গতি দরকার হবে ১০ এমবিপিএস। আর ৪কে গেম স্ট্রিমিংয়ের জন্য ইন্টারনেটের গতি হতে হবে ৩৫এমবিপিএস। স্টেডিয়ার ৪কে সংস্করণকে প্রিমিয়াম সেবা স্টেডিয়া প্রো হিসেবে চালু করা হয়েছে। তবে, এখন ৪কে রেজুলিউশনে খেলা যাবে না।

গেমাররা চাইলে নিজেদের অ্যানড্রয়েড বা আইওএস ডিভাইসে স্টেডিয়া অ্যাপটি নামিয়ে নিতে পারেন, অথবা সরাসরি ওয়েবসাইট থেকে সাইন আপ করে ব্যবহার করতে পারেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //