ইনস্টাগ্রামে খাবার অর্ডার সেবা চালু

করোনা পরিস্থিতিতে ফেসবুক মালিকানাধীন ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে চালু হয়েছে খাবার অর্ডার সেবা। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, করোনায় সৃষ্ট পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় নতুন এই ফিচার চালু করেছিলো ইনস্টাগ্রাম। এই দুটি দেশের বাইরে ইনস্টাগ্রাম যুক্তরাজ্যে উন্মুক্ত করলো এ সেবা। 

ইনস্টাগ্রাম বলেছে, স্থানীয়রা যে ব্যবসাগুলোর প্রতি সংবেদনশীল সেগুলোর সমর্থনে আমরা ফিচার নিয়ে কাজ চালিয়ে যাবো। এরইমধ্যে ব্যবসা বা রেস্টুরেন্টের প্রোফাইলে নতুন একটি অ্যাকশন বাটন যোগ করা হয়েছে। চাইলে ইনস্টাগ্রাম স্টোরিজে ফুড অর্ডার স্টিকারও যোগ করা যাবে।

গ্রাহক বাটনটি চেপে রেস্টুরেন্টের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশে কবে নাগাদ সেবাটি চালু হবে তা এখনো জানা যায়নি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //