চীনে চলছে চশমা দিয়ে জ্বর পরীক্ষা!

করোনা মহামারিতে সারা পৃথিবী যখন বিপর্যস্ত তখন চীনের গবেষকরা একের পর এক নতুন আবিষ্কারে মত্ত আছেন। কিন্তু কোনো কিছুতেই যেন মিলছে না সঠিক দাওয়াই। চীনের একটি গেমিং-ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান শরীরের তাপমাত্রা পরিমাপের চশমা তৈরি করেছে। এর মাধ্যমে করোনা রোগী থেকে নিজেকে সুরক্ষিত রাখা যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৯ সালের শেষ দিকে, যখন চীনে নভেল করোনাভাইরাস ছড়াতে শুরু করে তখনই এই চশমা তৈরির সিদ্ধান্ত নেয় হংজৌ-ভিত্তিক স্টার্টআপ রোকিড। 

প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট শাং ওয়েনজি জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের তৈরি টি-১ গ্লাসের ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে কলকারখানায় মাত্র দুই সপ্তাহে ১ হাজার চশমা বিক্রি হয়েছে।

ওয়েনজি বলেন, ‘এটি যেমন বহনযোগ্য, তেমনি দূর থেকে তাপমাত্রা বোঝা যায়।’

এই চশমায় ইনফ্রারেড বা অবলোহিত সেন্সর এবং ক্যামেরা ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি। 

মিরর অনলাইনকে তিনি বলেন, ‘একসঙ্গে একাধিক মানুষ হেঁটে আসলে এটি দিয়ে সহজে দ্রুত তাপমাত্রা দেখা যায়। পরীক্ষকও নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে পারেন।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //