সাংবাদিকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে গুগল

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং প্রযুক্তি নিয়ে বিশ্বব্যাপী সাংবাদিকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স চালু করেছে গুগল। মূলত মেশিন লার্নিং প্রযুক্তি সাংবাদিকতা পেশায় কি প্রভাব ফেলতে পারে সে বিষয়ে কোর্সটি সাজানো হয়েছে।

জার্নালিজম এআই, গুগল নিউজ ইনিশিয়েটিভ এবং বিআরটি নিউজের সম্মিলিত উদ্যোগে নতুন এই প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করা হয়েছে।

গুগল কর্তৃপক্ষ জানায়, গত বছর বিশ্বব্যাপী তাদের পরিচালিত এক গবেষণায় দেখা যায় বেশিরভাগ উত্তরদাতারা মেশিন লার্নিংসহ অন্যান্য এ আই চালিত সম্ভাব্য প্রযুক্তির বিষয়ে নিউজরুমকে প্রশিক্ষণ দেয়া এবং প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে।

জার্নালিজম এ আই প্রোগ্রামের প্রডিউসার মাতিয়া প্রীতি বলেন, 'সংস্কৃতির দ্রুত পরিবর্তন, নতুন সরঞ্জাম ও সিস্টেম সম্পর্কে জানতে ও বুঝতে হলে আমাদেরকে এ আই লিটারেসি বা এ আই প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে হবে।'

গুগল কর্তৃপক্ষ জানায়, 'ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং এটি সাংবাদিকদের দ্বারা তৈরি, সাংবাদিকদের জন্য এবং এটা তাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর সাহায্য করবে: মেশিন লার্নিং কি? কিভাবে মেশিন লার্নিং মডেলকে প্রশিক্ষণ দেয়া যাবে? সাংবাদিক এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো এটি দিয়ে কি করতে পারবে এবং এটা কেন গুরুত্বপূর্ণ?'

এক বিবৃতিতে গুগল জানায়, 'সাংবাদিকতায় এই আই প্রযুক্তি' এই নতুন প্রযুক্তির মাধ্যমে তারা এই শিল্পে ঝুঁকি কমিয়ে বেশি সুযোগ সৃষ্টি করার জন্য কাজ করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //