নাসা স্পেস অ্যাপস কভিড-১৯ চ্যালেঞ্জ শুরু শনিবার

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বিশেষ ইভেন্ট ‘নাসা স্পেস অ্যাপস কভিড-১৯ চ্যালেঞ্জ’য়ের ভার্চুয়াল হ্যাকাথন শুরু হচ্ছে শনিবার (৩০ মে) থেকে। 

৪৮ ঘন্টাব্যাপী এই হ্যাকাথন চলবে। এতে এশিয়া অঞ্চল থেকে অংশ নিচ্ছে ২১ শ প্রতিযোগী। এদের মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৫৩০ জন।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) যৌথভাবে এই ভার্চুয়াল হ্যাকাথনের আয়োজন করেছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বেসিস স্টুডেন্টস ফোরাম এই ইভেন্টের দেখভাল করছে। তবে এবার ভার্চুয়াল মাধ্যমে নাসা আয়োজনটি সরাসরি তত্ত্বাবধান করায় বেসিস এ ক্ষেত্রে কেবল অংশগ্রহণকারীদের তথ্য সহায়তা করছে।

এর আগে প্রোগ্রামার, উদ্যোক্তা, বিজ্ঞানী, ডিজাইনার, স্টোরিটেলার, মেকার, বিল্ডারস, প্রযুক্তিবিদসহ সবাইকে #স্পেসঅ্যাপস কোভিড-১৯ চ্যালেঞ্জ ভার্চুয়াল গ্লোবাল হ্যাকাথনে অংশগ্রহণের আহ্বান জানায় নাসা। তারই ধারাবাহিকতায় বেসিসের পক্ষ থেকে এই আয়োজনে অংশ নেয়ার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।

ইতিমধ্যেই আগ্রহীরা https://covid19.spaceappschallenge.org ওয়েবসাইটে গিয়ে ভার্চুয়াল টিম গঠন করে এবং নাসার ওপেনসোর্স আর্থ অবজারভেশন ডাটার মাধ্যমে কোভিড-১৯ সম্পর্কিত চ্যালেঞ্জ সমাধানের উপায় উদ্ভাবনের প্রচেষ্টা চালাচ্ছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //