পৃথিবীর বাইরে অক্সিজেন

পৃথিবীর বাইরে অক্সিজেনের খোঁজ পেয়েছে বিজ্ঞানীরা। সেই তালিকায় প্রথম স্থানে রয়েছে আমাদের পৃথিবীর যমজ গ্রহ মঙ্গল।

সম্প্রতি বিজ্ঞানীরা হঠাৎ করেই মঙ্গলের চারপাশে একটি সবুজ মেঘের বলয় দেখতে পান। প্রথমটা এ মেঘ দেখে হকচকিয়ে গেলেও পরবর্তী সময়ে বিজ্ঞানীরা বুঝতে পারেন, মঙ্গলের চারপাশে ঘনিয়ে থাকা ওই সবুজ মেঘ আসলে অক্সিজেন।

মঙ্গলকে ঘিরে পাক খাচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ-এর এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার। মঙ্গলে কখন কী হচ্ছে তার খবর পৃথিবীকে পাঠানোই এর কাজ। এর লেন্সেই ধরা পড়েছে ওই সবুজ বলয়। আর সঙ্গে সঙ্গেই সেটা পাঠিয়ে দিয়েছে পৃথিবীর কাছে।

বিজ্ঞানীরা মনে করছেন, মঙ্গলে অক্সিজেনের পরমাণু রয়েছে। অক্সিজেন পরমাণু এমন জায়গায় রয়েছে যার ওপর সূর্যের আলোয় হালকা মেঘ তৈরি হয়েছে এ গ্রহে। শুধু মঙ্গল নয়, আমাদের পৃথিবীর চারদিকেও নাকি এমন সবুজ মেঘ দেখা যায়। সম্প্রতি এ নিয়ে চর্চা শুরু হয়েছে নাসাতেও।

সম্প্রতি ‘মিস কিউরিওসিটি’র পরে এবারের মঙ্গলযাত্রায় নাসা পাঠাচ্ছে তার রোভার ‘পারসিভিয়ারেন্স’কে। যার প্রধান কাজ মঙ্গলে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া। লাল গ্রহের আকাশে যদি সত্যি অক্সিজেন থাকে তবে সেখানে প্রাণের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //