বিশ্বের সেরা স্মার্টফোনের তালিকায় ভিভো

২০২০ সালের সেরা পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের বৈশ্বিক তালিকায় রয়েছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।

সম্প্রতি, ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি) এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত আইডিসি’র প্রতিবেদন থেকে জানা যায়, বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো ৮.৬ শতাংশ মার্কেট শেয়ারের পাশাপাশি ১১০ মিলিয়নের বেশি ডিভাইস শিপমেন্ট করে বিশ্ব স্মার্টফোন বাজারে পঞ্চম স্থান দখল করেছে। সার্বিকভাবে নিম্নমুখী বাজারে প্রায় ১ শতাংশ প্রবৃদ্ধিও অর্জন করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে শীর্ষ ব্র্যান্ডগুলোর তালিকায় থাকা ভিভো চীনের স্মার্টফোন বাজারে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারতে রয়েছে তৃতীয় অবস্থানে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার বাজারে নেতৃত্ব দিচ্ছে বহুজাতিক এই প্রতিষ্ঠানটি। 

বিশ্বের বিভিন্ন প্রান্ত্মে ছড়িয়ে রয়েছে প্রতিষ্ঠানটির ৯ টি রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (আর অ্যান্ড ডি) সেন্টার। ৫জি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং ভবিষ্যত প্রযুক্তিসহ সর্বাধুনিক প্রযুক্তির উন্নয়নেও জোর দিচ্ছে ভিভো। 

আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে মোবাইল ফোন বাজারের ৫.৯ শতাংশ পতন হলেও ২০২১ সালে ফের চাঙ্গা হবে মোবাইল ফোন বাজার।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //