নতুন পরিবর্তন আসছে ফেসবুকে

ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিতে ফেসবুকে কিছু পরিবর্তন আসছে। ব্যবহারকারীর মূল নিউজ ফিডের জন্য ফিচার যুক্ত করছে। 

এসব ফিচারের মধ্যে রয়েছে পোস্টে মন্তব্য সীমিত করার সুবিধা। সবার জন্য দেয়া পোস্ট, কিংবা বন্ধু বা নির্দিষ্ট কাউকে ট্যাগ করে দেয়া পোস্টেও মন্তব্য সীমিত করে দেয়া সুবিধাটি পাওয়া যাবে।

এছাড়া নিউজ ফিডে পরিবর্তনের মধ্যে থাকছে সহজে ‘ক্রনোলজিক্যাল মোড’। এতে সাম্প্রতিক পোস্টগুলো প্রথমে দেখাবে।

গত বুধবার ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, স্বচ্ছতা ও তথ্যের অভাবে ব্যবহারকারীদের মধ্যে অবিশ্বাস তৈরি হয়েছিল। তাই ফেসবুক এখন ‘মোস্ট রিসেন্ট’ অপশন চালু করছে। নিউজ ফিডের ওপরে হালনাগাদ পোস্টগুলো পেতে ‘ফিড ফিল্টার বারে’ এ সুবিধা থাকবে। এতে ব্যবহারকারী ৩০ জন বন্ধু বা পেজের পোস্টকে গুরুত্বপূর্ণ হিসেবে অগ্রাধিকার দিতে পারবেন। 

তিনি বলেন, গত বছরের অক্টোবরে এ ফিচারটি চালু করা হলেও ফেসবুক পরে অ্যালগরিদমভিত্তিক কনটেন্ট র‌্যাঙ্কিং চালু রাখে। ফেসবুকের নিউজ ফিডে পরিবর্তন আনা হলেও অ্যালগরিদমভিত্তিক কনটেন্ট র‌্যাঙ্কিং ও ব্যক্তিগত বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টি সমাজে নানা সুবিধা দিতে থাকবে।

ফেসবুকের নিউজ ফিডে স্বচ্ছতা আনতে ফিডের ‘হোয়াই অ্যাম আই সিয়িং দিস?’ লিংকটি এখন আরো বেশি তথ্য প্রদর্শন করবে।

ফেসবুকের নিউজ ফিডে যে পরিবর্তন আসবে, তা শুরুতেই অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীরা দেখতে পাবেন। এরপর আইওএস প্ল্যাটফর্মে তা চলে আসবে বলে জানিয়েছে ফেসবুক। -বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //