ওয়ালটনের গ্লাস ডিজাইন স্মার্টফোন ‘প্রিমো আরএক্সএইট’ বাজারে

বাংলাদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে ছেড়েছে সম্পূর্ণ গ্লাস ডিজাইনের এআই সমৃদ্ধ কোয়াড (চার) রিয়ার ক্যামেরার ৮.৩ মিমি স্লিম স্মার্টফোন। 

‘প্রিমো আরএক্সএইট’ মডেলের বড় পর্দার ফোনটিতে ৩২ মেগাপিক্সেল পাঞ্চহোল সেলফি ক্যামেরাসহ অত্যাধুনিক সব ফিচার রয়েছে। 

আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। ফোনটির বর্তমান বাজারমূল্য ১৫ হাজার ৫৯৯ টাকা।

অক্সফোর্ড ব্ল্যাক ও অলিভ গ্রিন এই দুইটি রঙের ‘প্রিমো আরএক্সএইট’ স্মার্টফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ২০:৯ রেশিওর পাঞ্চ হোল এইচডি প্লাস ডিসপ্লে। উভয় পাশে গ্লাস প্যানেলযুক্ত ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত। 


ফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ৫পি লেন্স সমৃদ্ধ এআই কোয়াড (চার) ক্যামেরায় রয়েছে ১৬ এমপি মেইন, ৮ এমপি ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল, ৫ এমপি ম্যাক্রো এবং ২ এমপি ডেপথ ক্যামেরা। 

ফোনটির অন্যান্য বিশেষ ফিচারগুলো হলো ২.০ গিগাহার্জ গতির এআরএম কর্টেক্স-এ৫৩ ১২ ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র‌্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স, ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্টসহ ১২৮ গিগাবাইটের অভ্যন্তরীণ মেমোরি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৪০০০ এমএএইচ ব্যাটারি, ডুয়াল সিমে ফোরজি ভিওএলটিই বা ভোল্টি নেটওয়ার্ক সাপোর্ট, ফেস আনলক, সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট। 

ওয়ালটন মোবাইলের হেড অব সেলস আসিফুর রহমান খান জানান, দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটের পাশাপাশি ফোনটি ঘরে বসে অনলাইনের ইপ্লাজা.ওয়ালটনবিডি থেকে কেনা যাচ্ছে। 

বিও (BO) লিখে স্পেস দিয়ে ক্রয়কৃত ফোনটির আইএমইআই নম্বর (IMEI) লিখে ০১৭৫৫৬১১১১১ নম্বরে মেসেজ সেন্ড করতে হবে। ফিরতি মেসেজে ক্রেতাকে ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেয়া হবে। যা ফোনটির ক্রয়মূল্যের সাথে সমন্বয় করা যাবে। -বিজ্ঞপ্তি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //