স্ন্যাপচ্যাট থেকে সরছে বিতর্কিত স্পিড ফিল্টার

ফিল্টার ব্যবহারের সময় কয়েকটি সড়ক দুর্ঘটনার ঘটনায় স্ন্যাপচ্যাট থেকে বিতর্কিত স্পিড ফিল্টার সরাচ্ছে স্ন্যাপ। ফিল্টারটির মাধ্যমে গতিময় অবস্থার ছবি তুলে তা শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা।

ফিল্টার ব্যবহারের সময় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। আর দুর্ঘটনা কবলিতদের অধিকাংশই টিনএজার।

স্ন্যাপ অবশ্য বলছে, ফিল্টারের ব্যবহার খুব কম হয়, তাই সরিয়ে নেয়া হচ্ছে। ২০১৩ সালে প্রখমবারের মতো ব্যবহারকারীদের জন্য স্পিড ফিল্টার নিয়ে এসেছিল প্রতিষ্ঠানটি।

তবে ফিল্টারটি খুঁজে পাওয়া ইচ্ছা করেই কঠিন করে দিয়েছে স্ন্যাপ। পৃথক একটি মেনুর ভেতরে রেখেছে ফিচারটিকে। এদিকে জনপ্রিয়তার দিক থেকে বিচার করলে স্পিড ফিল্টার তেমন কিছু নয় বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিন কিশোর। পরে এ বছরের মে মাসে নাইনথ সার্কিট আপিলস কোর্ট এক রায়ে জানান, ওই তিন কিশোরের মা-বাবা চাইলে স্ন্যাপের বিরুদ্ধে মামলা করতে পারবেন। 

স্ন্যাপ এরই মধ্যে ওই মামলা খারিজের জন্য আবেদন করে প্রতিষ্ঠানটির দাবি, স্পিড ফিল্টারের কারণে দুর্ঘটনা ঘটেনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //