অ্যাপলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে শাওমি

করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বে স্মার্টফোনের চাহিদা বেড়েছে অনেক। সেই সঙ্গে সরবরাহও বেড়েছে।

বিশ্ববাজারে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন সরবরাহ বেড়েছে ১২ শতাংশ। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে বিশ্বব্যাপী টিকা দেয়ার কাজ চলছে। এতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস বলছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল-জুন সময়ে স্মার্টফোন সরবরাহের হিসাবে সবার উপরে রয়েছে স্যামসাং।

প্রতিষ্ঠানটি এই সময়ে মোট সরবরাহের ১৯ শতাংশ বাজার দখল করে রেখেছে। অ্যাপলকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা শাওমির বাজার শেয়ার দখল করেছে ১৭ শতাংশ।

এটা শাওমির প্রথম সফলতা যেখানে স্মার্টফোন বাজারে তারা অ্যাপলকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

তৃতীয় স্থানে চলে যাওয়া অ্যাপল এই সময়ে বাজারের ১৪ শতাংশ দখল করতে পেরেছে।

ক্যানালিস বলছে, শাওমি এই সময়ে সবচেয়ে বড় বাজার তৈরি করেছে ল্যাতিন আমেরিকায়। সেখানে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির হার ৩০০ শতাংশ। এর পরেই আছে আফ্রিকা, সেখানে ১৫০ শতাংশ এবং পশ্চিম ইউরোপে বেড়েছে ৫০ শতাংশ।

ক্যানালিসের গবেষণা ব্যবস্থাপক বেন স্ট্যানটান বলেন, ‘দ্বিতীয় প্রান্তিকে ভালো প্রবৃদ্ধি করেছে অপো ও ভিভো। তারা এই সময় বাজার ধরে রেখেছে ১০ শতাংশ।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //