ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামে যেভাবে ছবি আপলোড

মূলত ফটো শেয়ারিং অ্যাপ হিসেবেই বেশ জনপ্রিয়তা পেয়েছে ইনস্টাগ্রাম। কিন্তু জনপ্রিয় এ প্লাটফর্মটিতে কেবল স্মার্টফোনের মাধ্যমেই এতদিন ছবি শেয়ার করা যেত। কিন্তু সম্প্রতি বেশকিছু আপডেটের পাশাপাশি বড় একটি পরিবর্তন নিয়ে এসেছে সংস্থাটি। যার মাধ্যমে শুধু মোবাইল নয়, ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও আপলোড করা সম্ভব। 

তবে এ মুহূর্তে পুরো বিষয়টি পরীক্ষামূলক স্তরে রয়েছে। কিছু ব্যবহারকারীকে এরই মধ্যে সেই সুবিধা দেয়া হলেও সবার জন্য এ অপশন এখনো উন্মুক্ত করা হয়নি। 

কোন কোন ব্যবহারকারী এ সুবিধা পেয়েছেন, তা জানতে হলে যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে-

প্রথমে যেকোনো একটি ব্রাউজার থেকে ইনস্টগ্রাম খুলতে হবে। ওয়েব অ্যাড্রেসটি হলো ডব্লিউডব্লিউ ডট ইনস্টাগ্রাম ডটকম। এরপর প্রয়োজনীয় লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজের প্রোফাইলে ঢুকতে হবে। আইডি ও পাসওয়ার্ড মিলে গেলে নিজের প্রোফাইল ও যাবতীয় কনটেন্ট ফিড দেখা যাবে। এরপর ওই উইন্ডোতে একটা প্লাস চিহ্ন দেখা যাবে। সেখানে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো খুলে যাবে। সেখানে পছন্দমতো ছবি ড্র্যাগ করে এনে ফেলা যাবে অথবা নিজের কম্পিউটার থেকে পছন্দমতো ছবি সিলেক্ট করতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //