দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত

দেশজুড়ে মোবাইল ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। ঢাকাসহ অন্যান্য জেলা থেকে দ্রুতগতির ইন্টারনেট সেবা না পাওয়ার সংবাদ আসছে।

শুক্রবার (১৫ অক্টোবর) ভোর থেকে মোবাইল ইন্টারনেট সেবা ব্যহত হওয়ার কথা জানিয়েছেন বেশ কয়েকজন গ্রাহক।

এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। বিষয়টি চিহ্নিত করার চেষ্টা চলছে। যেকোনো সময় আবার মোবাইল ইন্টারনেট সেবা চালু হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার কুমিল্লাসহ আশপাশের এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পরে কক্সবাজার, ব্রাক্ষণবাড়িয়াসহ আরো কয়েকটি জেলার গ্রাহকরা থ্রি জি ও ফোর জি ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে অসুবিধায় পড়েন।

তবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এ সংযোগ ব্যবহার করা গ্রাহকরা।

রাজধানীর মিরপুরের ‘আমার সার্কেল আইএসপি’ (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) স্বত্বাধিকারী আবদুর রহমান বলেন, ‘ব্রডব্যান্ড ইন্টারনেটের কোনো সমস্যা নেই। গ্রাহকরা ব্রডব্যান্ডে ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //