মৃত্যুর পর আপনার গুগল অ্যাকাউন্টের কী হবে?

সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সবাই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেন। আপনার গুগলের অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ তথ্য সেভ করা থাকে। হঠাৎ যদি আপনি মারা যান, তাহলে কি হবে সেই অ্যাকাউন্টের? আপনার গোপনীয় তথ্য, ছবি, ইমেল ছাড়াও গুগোল অ্যাকাউন্টে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেভ করা থাকে, যেগুলো একান্তই ব্যক্তিগত। কিন্তু মৃত্যুর পর সেগুলির কী হবে? অন্য কারও হাতে পৌঁছে যাবে?

এমন কাণ্ড যাতে না ঘটে, তা নিশ্চিত করতে গুগোলের আছে Inactive Account Manager নামে একটি ফিচার। এই ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট ম্যানেজার ফিচারের সাহায্যে মৃত্যুর পর আপনার গুগোল অ্যাকাউন্টের কী হবে তা এখন থেকেই ঠিক করে রাখতে পারেন।

অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ করলে গুগলের সেভ থাকা তথ্যের কি হবে, তা-ও এখন থেকেই ঠিক করতে পারবেন আপনি। নির্দিষ্ট দিনের জন্য অ্যাকাউন্ট ব্যবহার না করলে, আপনি যে কোনো প্রিয়জনকে সেই বিষয়ে নোটিফাই করতে পারবেন। এছাড়াও আপনার সব তথ্য গুগলকে ডিলিট করে দেয়ার অনুরোধও জানানো যাবে। এর ফলে নির্দিষ্ট সময় আপনি অ্যাকাউন্ট ব্যবহার না করলে, আপনার অ্যাকাউন্টের সব ডেটা ডিলিট করে দেবে গুগোল। 

ফিচারটি যেভাবে সেট করবেন- 

  • ব্রাউজার খুলুন এবং তারপরে myaccount.google.com এ ক্লিক করুন।
  • বাম দিকে Data & Personalization অপশনে ক্লিক করুন।
  • স্ক্রল ডাউন করে ‘Download, delete, or make a plan for your data’ অপশনে ক্লিক করুন।
  • এবার Make a plan for your account অপশনে ক্লিক করে Start বাটনে ট্যাপ করুন।
  • এরপর কতদিন অ্যাকাউন্ট ব্যবহার না করলে তা ইনঅ্যাকটিভ হবে, সিলেক্ট করুন।
  • এজন্য পেন্সিল আইকনে ক্লিক করে তিন থেকে ছয় মাস, ১২ বা ১৮ মাস পর্যন্ত সময় সিলেক্ট করা যাবে।
  • এবার একটি ফোন নম্বর অ্যাড করুন। অ্যাকাউন্টের তথ্য ডিলিট করার আগে এই নম্বরে মেসেজ করে পাঠাবে গুগল।
  • ১০ জনকেও সিলেক্ট করতে পারবেন। এই মানুষদের আপনি নিজের ব্যক্তিগত তথ্যর কিছু অংশ শেয়ার করতে পারবেন।
  • তার জন্য আপনাকে Add Person সিলেক্ট করে তাদের ই-মেইল অ্যাড্রেস দিতে হবে। এছাড়া আর যে যে তথ্য শেয়ার করতে চান তা-ও সিলেক্ট করুন।
  • এবার তাদের ফোন নম্বর সেভ করুন। এছাড়া চাইলে আপনি ব্যক্তিগত মেসেজ যোগ করতে পারবেন। অ্যাকাউন্ট সেট আপের সময় কন্টাক্টের কাছে কোনো মেসেজ যাবে না।
  • তার ঠিক পরই সাবজেক্ট অ্যাড করে সেভ করুন।
  • Next সিলেক্ট করে ‘Yes, delete my inactive Google Account’ অপশনটি এনাবল্ করুন। এরপর নির্দিষ্ট সময়ে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //