চলতি বছরই টেলিটকের পরীক্ষামূলক ফাইভজি: মোস্তাফা জব্বার

রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক চলতি বছরেই পরীক্ষামূলকভাবে ফাইভজি সেবা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আর অন্য অপারটেরগুলোর জন্য পঞ্চম প্রজন্মের এ মোবাইল সেবা দিতে তরঙ্গ নিলাম আগামী বছর ২০২২ সালে করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব তথ্য জানান। 

দেশের টেলিযোগাযোগ খাতকে আরও উন্নত করার আশা প্রকাশ করে মোস্তাফা জব্বার বলেন, ‘আমরা বড় ধরনের জাম্প করতে চাই। পৃথিবীতে ফাইভজি এসেছে, ২০১৮ সালের জুলাইতে ফাইভজি পরীক্ষামূলক চালু করে দেখিছিলাম। আপনারা জেনে খুশী হবেন ২০২১ সালের মধ্যে ফাইভজি পরীক্ষামূলকভাবে চালু করব।’

বর্তমানে দেশে ফোরজি সেবা চালু আছে। এর পরের প্রজন্ম ফাইভজি চালু হলে ইন্টারনেটের গতি কয়েকগুণ বেড়ে যাবে।

টেলিটক পরীক্ষামূলকভাবে ফাইভজি চালুর প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘টেলিটক ইতিমধ্যে কমপক্ষে পাঁচটি সাইট রেডি করেছে। এটি ২০২২ সালে সম্প্ররাণ করব এবং ওই বছর প্রথম কোয়ার্টারে একটি স্পেকট্রাম অকশন করব।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //