একগুচ্ছ চমক নিয়ে ট্রু কলারের নতুন ফিচার

অপরিচিত নাম্বারগুলো শনাক্ত করার জন্য ট্রু কলার অ্যাপ বেশ জনপ্রিয়। কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে ট্রু কলারের মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নেওয়া যায়।

গত ২৫ নভেম্বর একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এই অ্যাপের ভার্সান ১২-এর আত্মপ্রকাশ করল। যার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ভিডিও কলার আইডি। অর্থাৎ আপনার বন্ধু কিংবা পরিজন ভিডিও কল করলে তা রিসিভ করার আগেই ছোট একটি ভিডিও স্ক্রিনে দেখানোর সুযোগ পাবেন ইউজাররা।

এ ছাড়াও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বদলে যাচ্ছে ট্রু কলারের ইন্টারফেসও। ফলে আলাদা ট্যাবে কলের তথ্য এবং অন্য ট্যাবে এসএমএস দেখা যাবে। আরও একটি আকর্ষণীয় ফিচার হয়তো এরইমধ্যে চোখে পড়েছে আপনাদের। এখন থেকে যে কোনো ইনকামিং এবং আউটগোয়িং কল রেকর্ড করা যাবে। কোনো ভয়েস কল এলে কিংবা করলে স্ক্রিনের উপরে ডানদিকে একটি রেকর্ড অপশন দেখাবে। সেটি টাচ করলেই কল রেকর্ড অন হয়ে যাবে।

ভিডিও কলার আইডির মাধ্যমে কোন কলটি আপনি রিসিভ করতে চান, তা আগে থেকেই ঠিক করে রাখতে পারবেন। এছাড়াও ইন্টারফেসের ভোল বদলে যাওয়ায় ইউজারের তথ্য পেতেও সুবিধা হবে আপনার।

ট্রু কলারের পেড ইউজাররা আবার পেয়ে যাবেন আরও কিছু অতিরিক্ত ফিচার। তা হল ‘ঘোস্ট কল’ এবং ‘কল অ্যানাউন্স’। ঘোস্ট কলের মাধ্যমে আপনি নিজের মতো করে নাম, ফোন নম্বর অথবা ছবি সেভ করে রাখতে পারেন। যাতে অন্যদের কাছে দেখানো যাবে যে আপনার ফোনে ঘোস্ট কল ঢুকছে।

এই কল আগে থেকে শিডিউল করেও রাখতে পারেন। পাশাপাশি হেডফোন অন করা থাকলে কে ফোন করেছে, তা ট্রু কলারই কানে কানে জানিয়ে দেবে আপনাকে। তবে ‘কল অ্যানাউন্স’ ফিচারটি পেড ইউজারদের জন্যই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //