মহাকাশচারীদের জীবন ঝুঁকির মুখে ফেলছে যুক্তরাষ্ট্র

মহাকাশের আইনের শর্ত ভঙ্গ করে যুক্তরাষ্ট্র মহাকাশচারীদের জীবন ঝুঁকির মুখে ফেলছে বলে চীন অভিযোগ করেছে।

এ নিয়ে চীনা পররাষ্ট্র দফতরের বিবৃতি এমন সময়ে এলো যখন কয়েক সপ্তাহ আগে চীন জাতিসংঘের কাছে অভিযোগ করেছিল যে তাদের স্পেস স্টেশনকে অন্তত দুইবার মার্কিন কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংঘর্ষের মুখে পড়তে হয়েছিল।

এরপরই চীনের সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন ইলন মাস্ক ও তার প্রতিষ্ঠান স্পেসএক্স।

জাতিসংঘের আউটার স্পেস অ্যাফেয়ার্সের কাছে দেয়া চীনা প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের ১ জুলাই ও ২১ অক্টোবর সংঘর্ষের ঝুঁকি তৈরি হয়েছিল।

সেসময় সংঘর্ষ এড়াতে চীনের স্পেস স্টেশনে বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে প্রতিবেদনটিতে জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্পেসএক্স তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি। এ ঘটনা প্রকাশ পাওয়ার পর চীনা মাইক্রোব্লগিং প্লাটফর্ম উইবোতে মাস্ক, তার প্রজেক্ট স্টারলিংক ও যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে।

উইবোর একজন ব্যবহারকারী স্পেসএক্স স্যাটেলাইটগুলোকে যুদ্ধাস্ত্র বলে অভিহিত করেছেন।

অপরদিকে, মহাকাশের চুক্তি ভঙ্গ করার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র ঝাও লিজিয়ান যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে বলেছেন।

মহাকাশ বিজ্ঞানীরাও এ ধরনের সংঘর্ষের ঝুঁকির বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা প্রায় ৩০ হাজার স্যাটেলাইট সম্পর্কে তারা যথাযথ তথ্য প্রদান করার অনুরোধ করেছেন।

স্পেসএক্স তাদের স্টারলিংক প্রজেক্টের অংশ হিসেবে এ পর্যন্ত এক হাজার ৯০০টি স্যাটেলাইট প্রেরণ করেছে। এছাড়াও আরও হাজার খানেক স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা তাদের রয়েছে। -বিবিসি


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //