ট্রু-কলারে যেভাবে কল রেকর্ড করবেন

অপরিচিত নাম্বারগুলো শনাক্ত করার জন্য ট্রু কলার অ্যাপ বেশ জনপ্রিয়। কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে অ্যাপটি মাধ্যমে সহজেই সেই কলারের পরিচয় জেনে নেওয়া যায়। তবে এতদিন ট্রু কলারে প্রিমিয়াম গ্রাহক ছাড়া কেউ কল রেকর্ড করতে পারত না। তবে সম্প্রতি প্রকাশিত ভার্সন ১২ তে সব ধরনের গ্রাহকরাই কল রেকর্ড করতে পারবেন। এছাড়াও নতুন আপডেটের পরে এই অ্যাপে যুক্ত হয়েছে ঘোস্ট কল ও কল অ্যানাউন্সও। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ট্র-কালারের মাধ্যমে রেকর্ড করা সব কল ফোনের স্টোরেজে সেভ হবে।

তাহলে চলুন জেনে নিই, ট্রু-কলার দিয়ে কীভাবে কল রেকর্ড করবেন-

  • ফোনে ‘সেটিংস’ ওপেন করে ‘অ্যাকসেসিবিলিটি’ ওপেন করুন।
  • এবার ‘ট্রু-কলার কল রেকর্ডিং’ অপশন অ্যানাবল করে দিন।
  • এবার ‌‌‘ইউস ট্রু-কলার কল রেকর্ডিং’ এর পাশের ট্যাপ অ্যানাবল করে দিন।

এবার চাইলে কল রেকর্ড শোনার শর্টকাট বাছাই করতে পারবেন। তবে ট্রু-কলারের মাধ্যমে ফোনের অপর প্রান্তের ব্যক্তি কল রেকর্ড করলে তা জানা সম্ভব হবে না।

উল্লেখ্য, এই আপডেটের পরে কল ও এসএমএসের জন্য আলাদা আলাদা ট্যাব নিয়ে এসেছে ট্রু-কলার। অ্যাপ ব্যবহারকারীদের ইন্টারফেস ঢেলে সাজিয়েছে সুইডেনের কোম্পানিটি। এছাড়াও ট্রু-কলার ভার্সন ১২ আপডেটের পরে হোমস্ক্রিন থেকেই কল ও এসএমএস দেখে নেওয়া যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //