দায়িত্ব নিলেন বিসিএস সভাপতি সুব্রত ও মহাসচিব কামরুজ্জামান

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২২-২০২৪ মেয়াদকালের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বিসিএস নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন বিসিএস এর কার্যনির্বাহি কমিটির (২০২২-২০২২) সভাপতি মো. শাহিদ-উল-মুনীর। বিসিএস কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানানো হয়। 
এসময় বিদায়ী কমিটির মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. ‍মুজাহিদ আল বেরুনী সুজন, কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান ভূঁইয়া, পরিচালক মোশারফ হোসেন সুমন এবং মো. রাশেদ আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের নেতৃত্বে সহসভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া, মহাসচিব মো. কামরুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম এবং মোশারফ হোসেন সুমন উপস্থিত ছিলেন।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিদায়ী সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, যারা বিসিএস এর দায়িত্ব নিয়েছেন তারা আমাদের সতীর্থ। বিসিএসকে এগিয়ে নিয়ে যেতে নতুন কার্যকরী কমিটি দক্ষতার সাথে কাজ করবেন বলেই আমার বিশ্বাস। আসুন আমরা সবাই নতুন পর্ষদকে অভিনন্দন জানাই এবং আগামী দুই বছর এই পর্ষদকে সার্বিক সহযোগিতার অঙ্গিকার করি।
নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার বলেন, বিসিএসকে এগিয়ে নিয়ে যেতে সদস্যদের সহযোগিতা নিয়ে আমাদের কার্যক্রম চলমান থাকবে। ‘মেম্বার ভয়েস’ নামকরণে আমরা বিসিএস নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি সদস্যদের উন্নতি মানেই বিসিএস এর উন্নতি। বিসিএসকে দেশ সেরা প্রযুক্তি সংগঠনে পরিণত করা এবং ডিজিটাল বাংলাদেশকে আইসিটি খাতে ইনোভেশনকে গুরুত্ব দিয়ে উৎপাদনশীল দেশ হিসেবে বিশ্বে সমাদৃত করাই আমাদের মূল লক্ষ্য।
১ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নবনির্বাচিত সভাপতি ইঞ্জি. সুব্রত সরকারের নেতৃত্বে বিসিএসের নবনির্বাচিত কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিসিএস এর কার্যনির্বাহী কমিটির কার্যক্রম শুরু করেন। এসময় বিসিএস সহসভাপতি মো. রাশেদ আলী ভূঁঞা, মহাসচিব মো. কামরুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী প্রমূখ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //