গুগল ফটোস থেকে মন খারাপের স্মৃতি দূর করার উপায়

বিশ্বে বর্তমানে সবার হাতে হাতে স্মার্টফোন। বিশ্বে এমন স্মার্টফোন ব্যবহারকারী খেুব রয়েছেন যারা গুগল ফটোস ব্যবহার করেন না। গুগল ফটোসে অনেক ছবি সংরক্ষণের সুবিধা থাকায় এর জনপ্রিয়তা তুঙ্গে। তবে ব্যবহারকারী চাইলে গুগল ফটোস থেকে যেকোনো ছবি ডিলিট করতে পারবেন।

সংরক্ষিত যেকোনো ছবি এক সময় গিয়ে স্মৃতি হয়ে যায়। কিন্তু জীবনে এমন কিছু বিষাদময় ঘটনা থাকে যেগুলো আর সামনে না আসাই ভালো। আবার গুগল ফটোসও প্রতিবছর পুরনো ঘটনার স্মৃতি মনে করিয়ে দেয়। যারা মধ্যে থাকতে পারে জীবনে ঘটে যাওয়া সেই বিষাদময় ঘটনার স্মৃতিও।

এ কারণে গুগল একটি নতুন টুলস যুক্ত করেছে। যার মাধ্যমে সহজেই বিষাদময় স্মৃতি মুছে ফেলা যাবে। অথবা ব্যবহারকারী চাইলে এটি সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

সম্প্রতি এক ব্লক পোস্টে গুগল এসব কথা জানিয়েছে।

গুগলের ওই ব্লক পোস্টে আরো বলা হয়েছে, লিঙ্গ পরিবর্তনকারী কিছু মানুষের কাছ থেকে আমরা শুনেছে যে তাদের জীবনে এমন কিছু স্মৃতি রয়েছে যেগুলো পরবর্তীতে সামনে আসলে তারা খুবই দুঃখ পান। এজন্যই এ ফিচার চালু করা হয়েছে।

কাস্টমাইজ করে যেভাবে বিষাদময় স্মৃতি লুকিয়ে রাখবেন-

■ গুগল ফটোজ ওপেন করুন। এখানে স্পটলাইট, হাইলাইটস, এক বছরের ছবি কিংবা আরো অধিকা বছরের ছবি দেখতে পাবেন।

■ এর মধ্যে যে কোনো একটি ছবির ওপর ট্যাপ করুন। এর মাধ্যমে চাইলে ছবিটি শেয়ারও করতে পারবে আবার পছন্দের তালিকাতেও রাখতে পারবেন। এরপর সেটিংস আইকনের ওপর ট্যাপ করুন।

■ মেনু থেকে Memories Settings নির্বাচনকরুন।

■ এখান থেকেই নির্বাচন করুন কোন ছবি দেখতে চান আর কোন ছবি দেখতে চান না।

সূত্র: সিনেট

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //