কীভাবে ডেস্কটপে তথ্য লুকিয়ে রাখবেন

কম্পিউটার, ল্যাপটপের সাথে পরিচয় নেই এমন লোক খুঁজে পাওয়া দায়। বিনোদনের বা কাজের জন্য কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করেন কমবেশি সবাই। 

অনেকেই নিজের ব্যক্তিগত বিভিন্ন তথ্য সেভ করে রাখেন ডেস্কটপে। তবে এতে গুরুত্বপূর্ণ তথ্য অন্যের হাতে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। অনেক সময় ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নম্বর পাসওয়ার্ড লিখে রাখেন। তাই বাড়তি কিছু সতর্কতা প্রয়োজন।

চাইলে উইন্ডোজের কমান্ড প্রম্পট কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখতে পারবেন। এজন্য-

  • প্রথমে নির্দিষ্ট তথ্যগুলো নোটপ্যাডে টেক্সট বা ওয়ার্ড ফাইলে লিখে নিন।
  • এরপর কি-বোর্ডে উইন্ডোজ ও আর একসাথে চেপে রান উইন্ডো চালু করতে হবে।
  • এবার cmd লিখে কীবোর্ডের এন্টার বাটন চাপলেই উইন্ডোজের কমান্ড প্রম্পট খুলে যাবে।
  • কমান্ড লাইনের জায়গায় যে ড্রাইভে তথ্য সংরক্ষণ করতে চান, সেটির নাম লিখে এন্টার চাপুন।
  • এবার পরের কমান্ড হিসেবে ‘notepad’ লেখার পরের অংশে সংরক্ষণ করতে চান যে ফাইল সেই ফাইলের নাম লিখে এন্টার চাপুন।
  • এরপর ‘Cannot find the…Do you want to create a new file?’ বার্তা দেখা যাবে। সেখানে ইয়েস অপশন নির্বাচন করলে নোটপ্যাডে নতুন একটি ফাইল চালু হবে।
  • এখন গোপন তথ্যগুলো লিখে বা পেস্ট করে কি-বোর্ডের CTRL ও S একসাথে চেপে নোটপ্যাডে ফাইলটি সেভ করে নিন। নতুন ফাইলটি নির্দিষ্ট ড্রাইভে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়ে যাবে।

এই ফাইল খুললেও সেখানে কোনো তথ্য পাবেন না। তথ্যগুলো পুনরায় দেখতে চাইলে আপনাকে আগের নিয়মে কমান্ড প্রম্পট উইন্ডো চালু করতে হবে। যে ড্রাইভে ফাইলটি সংরক্ষণ করেছিলেন, সেই ড্রাইভের নাম কমান্ড উইন্ডোতে লিখে এন্টার চাপলেই তথ্যগুলো দেখা যাবে। পরবর্তীতে যখনই ওই ফাইল খুঁজবেন আপনার দেওয়া নামে খুঁজতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //