উদ্যোক্তাদের জন্য দুঃসংবাদ দিল ফেসবুক

ফেসবুক বা এফ-কমার্সের উদ্যোক্তারা আগামী ১ অক্টোবর থেকে প্লাটফর্মটিতে কোনো নতুন বা নির্ধারিত লাইভ শপিং ইভেন্ট হোস্ট করতে পারবেন না। তবে ফেসবুক লাইভ ও ইভেন্টগুলোতে লাইভ ভিডিও সম্প্রচার করা যাবে, কিন্তু লাইভ ভিডিওর প্লেলিস্টে কোনো পণ্যের ট্যাগ দেওয়া যাবে না।

সম্প্রতি ফেসবুকের এমন ঘোষণায় বেশ অস্বস্তিতে পড়েছেন এফ-কমার্সের উদ্যোক্তারা। কারণ খাবার, পোশাক থেকে শুরু করে বাড়ি-গাড়িও বিক্রি হচ্ছে এফ-কমার্সের মাধ্যমে। আর ক্রেতার কাছে পণ্য প্রদর্শন করতে উদ্যোক্তারা অনেক সময়ই লাইভ ভিডিও করেন।

এক যুগ আগে বাংলাদেশে এফ-কমার্সের যাত্রা শুরু হলেও ২০১২ সালের পরে তা জনপ্রিয় হয়ে ওঠে। আর করোনাকালীন এফ-কমার্সের ব্যাপক প্রসার হয়। ই-ক্যাবের তথ্যমতে, তিন লাখেরও বেশি মানুষ ফেসবুকে তাদের ব্যবসা পরিচালনা করছেন। এফ-কমার্সের একটি ফেসবুক প্লাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট বা উই-এর সদস্য সংখ্যা ১০ লাখের বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে এফ-কমার্সের বাজারের আর্থিক মূল্য ৩৫০ কোটি টাকার বেশি। ফেসবুকে সরাসরি ভিডিওর মাধ্যমে দ্রুত ক্রেতা পাওয়া যায় বিধায় অল্প সময়েই ফেসবুক লাইভে পণ্য বিক্রি জনপ্রিয় হয়ে উঠেছে। এ কারণে ঘণ্টার পর ঘণ্টা উদ্যোক্তারা নিজেরা বা ব্র্যান্ড প্রমোটরের মাধ্যমে সরাসরি পণ্য বিক্রি করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //