রোবট ব্যবসায় আশাবাদি ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা ধ্বংস করতে পারে মানব সভ্যতা, এমন আশঙ্কা একসময় ব্যক্ত করতেন বিশ্বের শীর্ষ-ধনী ইলন মাস্ক। অথচ এবার তার প্রতিষ্ঠান টেসলাই হাঁটছে, লাখ লাখ হিউম্যানয়েড রোবট (মানবাকৃতির রোবট) তৈরির কাজে।

শুক্রবার রাতে টেসলা এআই ডে উপলক্ষে আয়োজিত এক ইভেন্টে হিউম্যানয়েড রোবট দেখিয়েছেন ইলন মাস্ক। 

মাস্কের স্বচালিত বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলার তৈরি ‘অপটিমাস’ নামের এই রোবটটি যদিও এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। তবে ইলন মাস্কের সাফল্যের বিষয়ে আশাবাদি। 

ইভেন্টে রোবটটি দর্শকদের সামনে আসে ও হাঁটাচলা করে।

এ ছাড়া একটি ভিডিও ক্লিপও দেখানো হয়, যেখানে রোবটটিকে নানা রকম কাজ করতে দেখা যায়, এমনকি গাছেও পানি দিতে দেখা গেছে।

রোবটটি আশপাশের পরিবেশ থেকে শিখতে সক্ষম এবং এর একটি আপগ্রেডেট ভার্সনও দেখানো হয়।

ইলন মাস্কের মতে, তার এই রোবট ব্যবসা গাড়ির ব্যবসাকেও ছাড়িয়ে যাবে এবং এটি হবে গাড়ির থেকেও সস্তা।

ভবিষ্যতে লাখ লাখ উৎপাদিত হলে এর দাম ২০ হাজার ডলারের নিচে রাখা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

ইভেন্টে বক্তব্য দিতে গিয়ে ইলন মাস্ক বলেন, ভবিষ্যতে রোবটগুলো রাতের খাবার তৈরি করতে, বয়স্কদের যত্ন নিতে, মানুষের বন্ধু হতে এমনকি যৌন-সঙ্গীও হয়ে উঠতে পারে।

এর আগে গত বছর আগস্টে হিউম্যানয়েড রোবট তৈরির ঘোষণা দিয়েছিলেন মাস্ক।

সে সময় তিনি বলেছিলেন, বিরক্তিকর কাজ থেকে মানুষকে মুক্তি দিতেই এই পদক্ষেপ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //