টুইটারে যুক্ত হলো নতুন ফিচার

ইলন মাস্ক টুইটারের দায়িত্ব পাওয়ার পর থেকে কর্মী ছাঁটাই, নীতিমালায় পরিবর্তনসহ নানা বিষয়ে আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার।

অনেকেই ভাবতে শুরু করেছিলেন, টুইটারের দিন বোধ হয় শেষ। তবে আশার কথা হলো, টুইটার আবারো চমক দেখাতে শুরু করেছে।

এই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন কোনো ফিচার অবমুক্ত করার ঘোষণা দিয়েছে। এটি হলো ‌‌‘লাইভ টুইটিং’। বর্তমান এই ফিচারটি টুইটারে অ্যাক্টিভ অবস্থায় রয়েছে।

লেখক ম্যাত টিব্বি এই ফিচারের প্রথম ব্যবহারকারি। এ নিয়ে তিনি টুইটারে প্রথম টুইট করেন, ‘থ্রেড: টুইটার ফাইল’।

যদিও নতুন ফিচারটি নিয়ে ইলন মাস্ক টুইট করে বলেন, চলো আমরা একসাথে যাই। সাথে তিনি তিনটি পপকর্নের ইমোজি দিয়েছেন।

এর কিছুক্ষণ আগে তিনি আরো একটি টুইট করে জানান, লাইভ টুইটিং ফিচারের বিষয়ে আমরা দুইবার করে সব কিছু চেক করছি।

এর আগে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মাস্ক টুইটের শব্দ সংখ্যা নির্ধারিত করে দেন। যা ২৮০-১০০০ শব্দের মধ্যে রাখার চেষ্টা করছে। 

যদিও গত নভেম্বর থেকেই ব্যবহারকারীরা মাস্কের কাছে টুইটের শব্দসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন।

মাস্ক অবশ্য বিষয়টি ইতিবাচক ভাবেই গ্রহণ করেছেন এবং পরিবর্তন এনেছেন। 

এছাড়াও টেক বিশেষজ্ঞদের মতে, খুব দ্রুত সময়ের মধ্যেই টুইটারের আটলুকে বড়ধরনের পরিবর্তন আসছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //