আইফোন-আইপ্যাডে আসছে নতুন ফিচার

আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এখন থেকে অ্যাপলের অ্যাপ স্টোর ছাড়াই অন্য প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে ব্যবহার করতে পারবেন।

ব্যবহারকারীদের সুবিধার্থে খুব শিগগিরই এ ফিচার চালু করা হবে বলে জানিয়েছে অ্যাপল।

আইফোন ও আইপ্যাডে তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ দিতে কাজও শুরু করেছে অ্যাপল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন মেনে চলতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। 

আগামী বছর বাজারে আসতে যাওয়া আইওএস ১৭ অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে এ সুযোগ চালু হতে পারে। প্রাথমিকভাবে এ সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পাওয়া যাবে।  

অ্যাপলের সফটওয়্যার প্রকৌশলী ও কর্মীরা বিষয়টি নিয়ে বর্তমানে পুরোদমে কাজ করছেন। এ সুবিধা চালু হলে অ্যাপল অ্যাপ স্টোরের ওপর নির্ভরশীল থাকতে হবে না আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের। শুধু তা-ই নয়, ফলে অ্যাপ বিক্রির সময় অ্যাপলকে ৩০ শতাংশ কমিশনও দিতে হবে না নির্মাতাদের।

ইউরোপের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও সফটওয়্যার নির্মাতাদের অভিযোগ, অ্যাপল নিয়ন্ত্রণকারীর মতো আচরণ করছে। নিজেদের প্ল্যাটফর্মে থাকা পণ্য ব্যবহারে বাধ্য করার পাশাপাশি জোর করে মোটা অঙ্কের অর্থও আদায় করছে।

সূত্র: ইন্ডিয়া টাইমস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //