দাম বাড়ছে অ্যাপ স্টোরের

যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে অ্যাপ স্টোরের দাম বাড়াচ্ছে অ্যাপল। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে প্রস্তাবিত নতুন দাম কার্যকর হবে। দাম বাড়ানোর মূল কারণ বিনিময় হার ও কর বৃদ্ধি জানিয়েছে এই টেক জায়ান্ট।

অ্যাপল আরো জানিয়েছে, এই সমন্বয়গুলো পাবলিকলি প্রকাশিত আর্থিক ডাটা এবং বিনিময় হার ডেটা থেকে নেওয়া হয়েছে। এই পরিবর্তন অ্যাপলকে সব অঞ্চলে সমান মূল্য নির্ধারণে সহায়তা করবে।

পরিবর্তিত মূল্য গ্রাহকদের কীভাবে সহায়তা করবে সেই ব্যখ্যাও দিয়েছে অ্যাপল। দাম বাড়ানোর কারণে অ্যাপল ৭০০ প্রাইজ পয়েন্ট প্রদান করবে এবং তারা প্রতি স্টোরফ্রন্টে দাম নির্ধারণ করার ক্ষেত্রে আরও নমনীয় থাকবে।

অ্যাপ্লিকেশন মূল্য এবং ইন-অ্যাপ ক্রয় উভয়ক্ষেত্রেই প্রযোজ্য হবে নতুন দাম। যুক্তরাজ্যসহ কলম্বিয়া, মিশর, হাঙ্গেরি, নাইজেরিয়া, নরওয়ে এবং দক্ষিণ আফ্রিকাতে অ্যাপ স্টোরের দাম বাড়বে।

ব্লগ পোস্ট অনুসারে, অ্যাপল দাবি করেছে নির্দিষ্ট অঞ্চলের অ্যাপ স্টোরে পর্যায়ক্রমে কর এবং বৈদেশিক বিনিময় হারের পরিবর্তনের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হয়েছে।

আবার বেশ কয়েকটি অঞ্চলে অ্যাপ স্টোরের দাম কমানোও হয়েছে। উজবেকিস্তানে অ্যাপ স্টোরের দাম কমেছে। কারণ এখানে মূল্য সংযোজন করের হার হ্রাস পেয়েছে  ১২ থেকে ১৫ শতাংশ।

কোম্পানিটি ঘোষণা করেছে, অ্যাপ স্টোরের দাম আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, সিঙ্গাপুর এবং জিম্বাবুয়েতে পরিবর্তন হবে না।

এমনকি প্রতিষ্ঠানটি আশা করছে কম্বোডিয়া, কিরগিজস্তান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাজিকিস্তান, থাইল্যান্ড এবং উজবেকিস্তানের স্থানীয় ডেভেলপারদের আয় বৃদ্ধি পাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //