বাড়তি সুরক্ষা দিতে টিকটকে কড়াকড়ি

ব্যবহারকারীদের বাড়তি সুরক্ষা দিতে নতুন কড়াকড়ি আরোপ করেছে টিকটক। বেশিরভাগ ব্যবহারকারীরা নীতিমালা অনুসরণ করলেও কিছু সংখ্যক প্রতিনিয়তই নীতিমালা লঙ্ঘন করেন। বারবার নীতিমালা লঙ্ঘনকারীদের ঠেকাতে অ্যাকাউন্ট এনফোর্সমেন্ট সিস্টেম তৈরি করেছে টিকটক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনই তথ্য জানিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

এই সিস্টেমের মাধ্যমে দ্রুত ক্ষতিকর সব কনটেন্ট এবং অ্যাকাউন্ট সরিয়ে ফেলবে টিকটক। যেসব অ্যাকাউন্ট এনফোর্সমেন্ট সিস্টেম লঙ্ঘন করে বর্তমানে তাদের সতর্ক করতে সাময়িকভাবে লাইক, কমেন্ট করার ওপর নিষেধাজ্ঞার মতো বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করে। 

যাঁরা বারবার নীতিমালা লঙ্ঘন করছেন, তাঁদেরই ৯০ শতাংশই একই ফিচার ব্যবহার করে নীতিমালা লঙ্ঘন করছেন এবং ৭৫ শতাংশ একই ক্যাটাগরিতে বারবার নীতিমালা লঙ্ঘন করছেন। নতুন সিস্টেমে কোনো পোস্ট টিকটকের নীতিমালা লঙ্ঘন করলে সেটি সরিয়ে অ্যাকাউন্টকে একটি স্ট্রাইক দেওয়া হবে। এ ধরনের স্ট্রাইক বেশি পেলে সংশ্নিষ্ট অ্যাকাউন্টকে প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //