অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৫ এএম
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৮ এএম
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৫ এএম
অনলাইন ডেস্ক
আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৮ এএম
নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে এবার ‘চ্যানেলস’ নামের নতুন চ্যাট সুবিধা চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এ সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা সরাসরি ফলোয়ারদের কাছে বার্তা, ছবি পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জরিপও করতে পারবেন। ফলোয়াররা ছাড়া অন্য কেউ সেসব তথ্য দেখতে পারবেন না। ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও ফলোয়ারদের কাছে বার্তা ও ছবি পাঠাতে পারবেন।
ইনস্টাগ্রামের তথ্যমতে, ভবিষ্যতে চ্যানেলস সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা অনুসরণকারীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানও আয়োজন করতে পারবেন। শুধু তা–ই নয়, একাধিক কনটেন্ট নির্মাতার সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনার সুযোগও মিলবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট সংখ্যক কনটেন্ট নির্মাতাদের জন্য পরীক্ষামূলকভাবে চ্যানেলস সুবিধা উন্মুক্ত করা হয়েছে। তবে খুব শিগগরই পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এ সুবিধা চালু করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইনস্টাগ্রাম বার্তা ছবি চ্যানেলস ফিচার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh