আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মেটার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পাঁচ হাজার পদ শূন্য রয়েছে। তা শর্তেও দ্বিতীয় দফায় আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মার্চ) এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

এখন কর্মী নিয়োগ দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ব্যয় কমাতেই এমন পদক্ষেপ নিচ্ছে তারা।

গতবছর শেষের দিকে কোম্পানিটিতে প্রথম গণছাঁটাই শুরু হয়। সেসময় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করে যা কোম্পানিটির মোট কর্মীর ১৩ শতাংশ। ২০২০ সালে মেটা দ্বিগুণ পরিমাণে নিয়োগ দিয়েছিল।

যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সুদের হার বাড়ার কারণে অর্থনৈতিক মন্দার উদ্বেগে গত কয়েক মাস ধরে করপোরেট হাউজগুলো ছাঁটাই করছে কর্মীদের। 

ট্র্যাকিং সাইট লেঅফসডটএফওয়াইআই-র তথ্য বলছে, ২০২২ সালের শুরু থেকে তথ্য-প্রযুক্তিবিষয়ক কোম্পানিগুলো ২ লাখ ৯০ হাজার কর্মী ছাঁটাই করেছে।

মুদ্রাস্ফীতির কারণে কোম্পানিটি তার মূল ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসায় হুমকির সম্মুখীন হচ্ছে। যেখানে মেটাভার্সের মতো ব্যয়বহুল প্রজেক্ট হাতে নিয়েছে মার্ক জাকারবার্গের এই প্রতিষ্ঠান।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, কর্মী ছাঁটাই করার বিষয়টি পীড়াদায়ক হলেও সক্ষমতার বছরের কথা ভেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //