ডিলিট হওয়া ছবি ফিরে পাবেন যে উপায়ে

অনেকেই নিজেদের প্রতিটি স্মৃতি সুরক্ষিত রাখতে ছবি তুলে রাখতে পছন্দ করেন। কিন্তু যখন ফোনের স্টোরেজ পূর্ণ হতে শুরু করে তখন তা ফাঁকা করার প্রয়োজন হয়।

এমন পরিস্থিতিতে অনেক সময় প্রয়োজনীয় ছবিও ফোন থেকে ডিলিট হয়ে যায়। আবার অনেক সময় না চাইতেও পছন্দের ছবি ডিলিট হয়ে যায়। তবে অ্যান্ড্রয়েড ফোন থেকে কোনো ছবি ডিলিট হয়ে গেলে তা পুনরুদ্ধার করা যায় খুব সহজেই। যদি ফোনে গুগল ফটোস ব্যাকআপ চালু থাকে তাহলে ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো খুব সহজেই পুনরুদ্ধার করা যেতে পারে। 

গুগল ফটোস ব্যাকআপ দিয়ে যেভাবে ছবি পুনরুদ্ধার করবেন:

  • প্রথমে অ্যান্ড্রয়েড ফোনের গুগল ফটোস অ্যাপে যেতে হবে।
  • এরপর স্ক্রিনের নিচে থাকা ‘লাইব্রেরি’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর ‘ট্রাশ’ ফোল্ডার অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর যে ফটোগুলো পুনরুদ্ধার করতে চান তা বেছে নিতে হবে।
  • এরপর ‘রিস্টোর’ অপশনে ক্লিক করতে হবে।

ফটো ব্যাকআপ ব্যবহার না করে, অন্য পদ্ধতি অবলম্বন করেও ডিলিট হয়ে যাওয়া ছবি খুব সহজেই ফিরে পাওয়া সম্ভব। এর জন্য গুগল প্লে স্টোর থেকে একটি ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে বিভিন্ন ধরনের ফটো রিকভারি অ্যাপ রয়েছে, যেগুলো ব্যবহার করে ডিলিট করা ফটো ফিরিয়ে আনা যায়। 

রিকভারি অ্যাপ দিয়ে যেভাবে ছবি পুনরুদ্ধার করবেন:

  • গুগল প্লে স্টোর থেকে ফটো রিকভারি অ্যাপ ডাউনলোড করে ফোনে ইন্সটল করতে হবে।
  • অ্যাপটি ইন্সটল করার পর ডিভাইসের স্টোরেজে অ্যাক্সেস দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
  • এরপর সেখান থেকে ফটোগুলো নির্বাচন করতে হবে, যা ইউজার পুনরুদ্ধার করতে চান।
  • এরপর সেই স্টোরেজ লোকেশন নির্বাচন করতে হবে, যা স্ক্যান করতে চান।
  • এরপর স্ক্যান শুরু হলে সেটি শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
  • এরপর যে ফটোগুলো পুনরুদ্ধার করতে চান ইউজার তা নির্বাচন করতে হবে এবং ‘রিস্টোর’ অপশনে ক্লিক করতে হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //