আগামী মাসে বন্ধ হচ্ছে যেসব আইফোন

বছরের সেপ্টেম্বরে নতুন আইফোন সিরিজ লঞ্চ করছে নির্মাতা সংস্থা অ্যাপল। সারা বিশ্বের আইফোন প্রেমীরা তাকিয়ে থাকেন এই সময়ের জন্য। পুরোনো আইফোন বাদ দিয়ে নতুন আইফোন কেনেন।

তবে এর ঠিক উল্টো কাজও করেন অনেকে। পুরোনো আইফোন বিক্রি না করে কাছেই রেখে দেন। ব্যবহার করেন দিনের পর দিন। তবে যারা পুরোনো জেনারেশনের আইফোন ব্যবহার করেন তাদের জন্য দুঃসংবাদ। ২০২৩ সালের মে মাস থেকে চলবে না কয়েকটি আইফোন।

অ্যাপল বিশেষজ্ঞরা বলছেন, শিডিউলড আইফোন আপগ্রেডের ফলে ব্যবহারকারীরা একাধিক সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তাই যত দ্রুত সম্ভব আইফোন ব্যবহারকারীদের তাদের ফোনটি সাম্প্রতিকতম আইওএস ভার্সনে আপডেট করে নিতে হবে।

যদি আপডেটটি না করেন, তাহলে ভবিষ্যতে ফোনের অ্যাক্সেস পাবেন না। কারণ আইওএসের পুরোনো ভার্সনটি একাধিক জরুরি ফাংশন হারাতে চলেছে। যেমন, ম্যাপ নেভিগেট করা, ফোনে সিরি ভয়েস কন্ট্রোল, জরুরি অ্যাপের জন্য অ্যাপ স্টোর এই সব কিছুই ব্যাকডেটেড।

মে মাসের প্রথম দিকে অ্যাপল পরিষেবাগুলোর অ্যাক্সেস হারাতে পারেন। আইক্লাউড বাদে, আইওএস ১১-১১.২.৬ সফটওয়্যারের ডিভাইসগুলোতে কাজ করা বন্ধ করে দেবে। নতুন সিকিওরিটি ফিচার এবং আপগ্রেডগুলো ব্যবহার করতে আপনাকে আইফোন ৭ মডেলটি আইওএস ১৫-এ আপডেট করে নিতে হবে। যদিও আইফোন ৭ কখনো আইওএস ১৬ সাপোর্ট করবে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //