শাহরুখ-কোহলিসহ বড় বড় তারকার ব্লু টিক কেড়ে নিল টুইটার

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেতা শাহরুখ খানের মতো বড় বড় তারকাদের ব্লু টিক সরিয়ে দিয়েছে জনপ্রিয় ব্লগিং সাইট টুইটার। এই তালিকায় রয়েছেন ক্রিকেটার রোহিত শর্মা, অভিনেতা অক্ষয় কুমার, সুপারস্টার অমিতাভ বচ্চন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। 

এ নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে। এটি কোনো সমস্যা কি না, তাও ভাবছেন অনেকে। তবে  এটি কোনো সমস্যা নয়। এখন থেকে টুইটার ব্লু সাবস্ক্রিপশন না নিলে কোনো অ্যাকাউন্টে ব্লু টিক থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত মাসেই টুইটার একটি টুইটে নিশ্চিত করেছিল যে, ১ এপ্রিল থেকে তারা লিগ্যাসি ভেরিফিকেশন প্রোগ্রাম এবং লিগ্যাসি ভেরিফিকেশন চেকমার্ক সরাতে শুরু করবে। কেবল সেই সব অ্যাকাউন্টের পাশে ব্লু চেকমার্ক থাকবে যারা টুইটার ব্লু পরিষেবা গ্রহণ করবে। যেহেতু বেশির ভাগ সেলিব্রেটি এই পরিষেবা গ্রহণ করেননি, তাই তাদের অ্যাকাউন্টে নামের পাশে ব্লু টিক চিহ্ন নেই।

টুইটার ব্লু সাবস্ক্রিপশন গ্রহণ করলে প্রতি মাসে ৮ ডলার দিতে হবে। এটি ওয়েবসাইটের জন্য। তবে অ্যাপ স্টোরের খরচের কারণে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাইনআপ খরচ প্রতি মাসে ১১ ডলার পড়বে।

প্রসঙ্গত, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার খরচ করে টুইটার কেনার পর প্ল্যাটফর্মটিতে বিভিন্ন পরিবর্তন এনেছেন। যার মধ্যে অন্যতম টুইটার ব্লু সাবস্ক্রিপশন। যারা এই পরিষেবা গ্রহণ করবেন তাদের টাইমলাইনে কম বিজ্ঞাপন, কথোপকথনে অগ্রাধিকার, বুকমার্ক ফোল্ডার এবং বেশি শব্দের টুইট করার সুবিধা মিলবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //