নতুন রুপ পেল হোয়াটসঅ্যাপ কি-বোর্ড

গ্রাহকদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। বিশেষ করে গ্রাহকের সুরক্ষা এবং নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা আরও ভালো করতে সচেষ্ট থাকে হোয়াটসঅ্যাপ। এবার একটি নতুন রিডিজাইনড ইমোজি কি-বোর্ড নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

নতুন কি-বোর্ডটি অ্যান্ড্রয়েড-এর কিছু বিটা পরীক্ষকদের জন্য। এর ফলে ব্যবহারকারীরা কি-বোর্ড উপরের দিকে স্ক্রল করতে পারবেন। ওয়াবেটাইনফোর রিপোর্ট অনুযায়ী, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ইমোজি কিবোর্ডের একটা বড় এবং প্রশস্ত ভিউ পাবেন।

এদিকে আবার ইমোজি কিবোর্ডের ক্ষেত্রে জিআইএফ, স্টিকার এবং অবতার সেকশনের মতো অন্যান্য ট্যাবগুলোকে উপরে প্লেস করা হয়েছে। তবে এই নতুন করে ডিজাইন করা ইমোজি কিবোর্ডটি সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী দেখতে পাবেন না। আপাতত তা কেবল কিছু বিটা পরীক্ষকই দেখতে পাবেন এবং সেটিকে কাজেও লাগাতে পারবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে চলে আসবে বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //