মিশরে ৪ কোটি বছর আগের তিমির জীবাশ্মের সন্ধান

বিলুপ্ত হওয়া প্রাণী সম্পর্কে জানার জন্য গবেষকরা জীবাশ্ম অনুসন্ধান করে থাকেন। মিশরের মরুভূমিতে এ ধরনের গবেষণা করছেন বিজ্ঞানীরা। সেখানে তারা ৪ কোটি ১০ লাখ বছর আগের তিমির জীবাশ্ম খুঁজে পেয়েছেন। বিলুপ্ত হওয়া এই তিমির জীবাশ্মের মাধ্যমে গবেষকরা ধারণা দিচ্ছেন সেই অতি পুরনো সময়ে কেমন ধরনের প্রাণী বসবাস করত। বিজ্ঞানীরা ধারণা করছেন, এই তিমি সেই সময়ের, যখন তিমির পূর্ব প্রজাতির সদস্যরা মাত্রই ডাঙা থেকে পানিতে নিজেদের স্থানান্তর শেষ করেছে। 

মিশরের জীবাশ্ম বিজ্ঞানীরা এই প্রজাতির নাম দিয়েছেন ফারাও তুতেনখামেনের নাম অনুসারে ‘তুতসিটাস রায়ানেনসিস’। মিশরের ওয়াদি আল-রায়ান সংরক্ষিত এলাকার মরূদ্যান ফায়ুমে এই জীবাশ্ম পাওয়া যায়। বিজ্ঞানীরা বলছেন, তিমিটির দৈর্ঘ্য ছিল আড়াই মিটার বা ৮ ফুট এবং এর ওজন ছিল আনুমানিক ১৮৭ কেজি। এটি তিমির সবচেয়ে ছোট প্রজাতিগুলোর একটি।

গবেষক দলের প্রধান এবং আমেরিকান ইউনিভার্সিটি অব কায়রোর অধ্যাপক হেশাম সালাম বলেন, ‘যখন থেকে এ প্রজাতির প্রাণীরা পরিপূর্ণরূপে পানিতে বাস করা শুরু করল, সেই সময়কার নিদর্শন বা তথ্য-প্রমাণ হিসেবে এই আবিষ্কার অনেক গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, এই সময়টাতে এই প্রজাতির তিমির আগের প্রজাতির তিমিরা মাছের মতো বৈশিষ্ট্য অর্জন করে। বিশেষ করে সুবিন্যস্ত দেহ, শক্ত লেজ, পাখনা এবং পুচ্ছ-পাখনা এই সময়েই অর্জিত হয়।

কায়রো থেকে প্রায় দেড়শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফায়ুম মরূদ্যানে অবস্থিত ওয়াদি আল-হিতান। এটি তিমির উপত্যকা নামে পরিচিত। এটি ইউনেস্কো ঘোষিত বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্থান। এখানে তিমির প্রাচীনতম প্রজাতির শত শত জীবাশ্ম পাওয়া গেছে। বিজ্ঞানীদের ধারণা, ৫ কোটি ৬০ লাখ থেকে ৩ কোটি ৪০ লাখ বছর আগে ইওসিন যুগে এই জায়গায় একটি সমুদ্র ছিল। 

এই এলাকায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তিমির জীবাশ্ম অনুসন্ধানে কাজ করে থাকেন। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হিরোশি কইয়ো এদের অন্যতম। তিনি সেখানে সাতটি তিমির জীবাশ্ম খুঁজে পেয়েছেন। তিনি বলেন, জীবাশ্ম নিয়ে বিজ্ঞানীদের কাজ অতীতের পৃথিবী সম্পর্কে বিশদ ধারণা দেয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //